যশোরের কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও ছাত্ররা। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৯ সালে পলাশ কুমার মল্লিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কও ছিলেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে ছাত্র-জনতা পলাশকে আটক করলে খবর পেয়ে পুলিশ টিম পাঠানো হয়। তবে এর আগেই তারা তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা মধ্যকুল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে